Deltin 7

Deltin 7

Wellcome to National Portal
Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুন ২০১৯

ড. রণজিৎ কুমার বিশ্বাস স্মরণে একক বক্তৃতানুষ্ঠান


প্রকাশন তারিখ : 2019-06-26

ড. রণজিৎ কুমার বিশ্বাস স্মরণে একক বক্তৃতানুষ্ঠান

Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড আজ ১২ আষাঢ় ১৪২৬/২৬ জুন ২০১৯ বুধবার বিকেল ৪:০০টায় Deltin 7 APK ডাউনলোডর কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে লেখক ড. রণজিৎ কুমার বিশ্বাস স্মরণে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন Deltin 7 APK ডাউনলোডর মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। বক্তৃতা প্রদান করেন জনাব হেদায়েতুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

স্বাগত বক্তব্যে হাবীবুল্লাহ সিরাজী বলেন, ড. রণজিৎ বিশ্বাস সত্তর দশকের প্রথমার্ধে লেখালেখি শুরু করেন। তিনি সমাজের বিভিন্ন অসঙ্গতিকে সরল গদ্যে উপস্থাপন করেছেন। তিনি ভাষা সচেতন মানুষ ছিলেন। Deltin 7 অ্যাপ ও ইংরেজি ভাষার ব্যবহারিক শুদ্ধাশুদ্ধি নিয়ে লেখালেখি করেছেন। তাঁর লেখায় বারবার ফিরে এসেছে মুক্তিযুদ্ধের কথা।

একক বক্তৃতায় হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, যারা প্রথম ও শেষ বিবেচনায় মানুষকে মানুষ বিবেচনা করেন রণজিৎ কুমার বিশ্বাস তাঁদের জন্য লিখেছেন বলে জানিয়েছেন। এখানেই আমরা রণজিৎ বিশ্বাসের বিশেষত বুঝতে পারি। মানুষের পক্ষে থাকা মানে সত্য ও সুন্দরের সঙ্গে থেকে যুদ্ধ করে যাওয়া; ড. রণজিৎ সেটা কলম দিয়ে করেছেন। তিনি Deltin 7ের ভাষা ও আচরণে শুদ্ধতার উপর জোর দিয়েছেন।

সভাপতির জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আমি নিজে ড. রণজিৎ কুমার বিশ্বাসের ক্রিকেট বিষয়ক লেখার ভক্ত ছিলাম। তিনি কথার মধ্য দিয়ে খেলা দৃষ্টিগ্রাহ্য করে তুলতেন। তিনি রঙ্গ ও ব্যঙ্গ রচনার মধ্য দিয়ে Deltin 7ের সমাজের অসঙ্গতি তুলে ধরেছেন।


অপরেশ কুমার ব্যানার্জী 
পরিচালক 
জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ