Deltin 7

Deltin 7

Wellcome to National Portal
Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মে ২০১৯

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উদযাপন


প্রকাশন তারিখ : 2019-05-08

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উদযাপন 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮-তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড আজ ২৫শে বৈশাখ ১৪২৬/৮ মে ২০১৯ বুধবার সকাল ১১:০০টায় Deltin 7 APK ডাউনলোডর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একক বক্তৃতা, রবীন্দ্র পুরস্কার-২০১৯ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন Deltin 7 APK ডাউনলোডর মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। রবীন্দ্রনাথের Deltin 7 অ্যাপদেশ : শিক্ষা ও স্বদেশ ভাবনা শীর্ষক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক আনোয়ারুল করীম। সভাপতিত্ব করেন Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।  

স্বাগত ভাষণে হাবীবুল্লাহ সিরাজী বলেন, Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড গত এক দশক যাবত রবীন্দ্র-Deltin 7 Aviator গেম এবং রবীন্দ্রসংগীত প্রসারে অবদানের জন্য রবীন্দ্র-পুরস্কার প্রদান করে আসছে যা এদেশের রবীন্দ্রচর্চার প্রণোদনায় বিশেষ ভূমিকা রেখে চলেছে। তিনি বলেন, Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড পাঁচ খণ্ডে
রবীন্দ্রজীবন প্রকাশের কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যে তিনটি খ- প্রকাশ পেয়েছে। আমরা আশা করি আহমদ রফিক প্রণীত রবীন্দ্রজীবন-এর বাকি দু’টো খণ্ড অচিরেই প্রকাশ পাবে। 
একক বক্তা অধ্যাপক আনোয়ারুল করীম বলেন, রবীন্দ্রনাথের শিক্ষা ও স্বদেশভাবনা অনন্যতার দাবি রাখে। তাঁর শিক্ষাভাবনা ছিল প্রায়োগিক এবং বৈজ্ঞানিক। তিনি পূর্বDeltin 7 অ্যাপয় জমিদারির দায়িত্ব নিয়ে এসেছেন কিন্তু একই সঙ্গে পালন করেছেন মানবিক আসমানদারির দায়িত্ব। Deltin 7 অ্যাপর শোষিত ও বঞ্চিত মানুষের জীবন মানোন্নয়নে তাঁর ভাবনার অন্ত ছিল না। তিনি ঔপনিবেশিক শক্তির হাতে তাঁর স্বদেশভূমিকে লুণ্ঠিত হতে দেখেছেন। এই লুণ্ঠনের বিরুদ্ধে আত্মশক্তি জাগরণের মাধ্যমে রবীন্দ্রনাথ স্বদেশকে নতুন করে নির্মাণের ব্রত নিয়ে আমৃত্যু সাধনা করে গেছেন।  

অনুষ্ঠানে Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০১৯ প্রদান করা হয়। রবীন্দ্রসাহিত্যে Deltin 7 Aviator গেময় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক সফিউদ্দিন আহমদ, অধ্যাপক বেগম আকতার কামাল এবং রবীন্দ্রসংগীত চর্চার স্বীকৃতিস্বরূপ শিল্পী ইকবাল আহমেদ-কে রবীন্দ্র পুরস্কার-২০১৯ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত লেখক ও শিল্পীর হাতে পুষ্পস্তবক, সনদ, সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থমূল্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা তুলে দেন Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। 
রবীন্দ্র পুরস্কার ২০১৯-প্রাপ্ত সুধীজন বলেন, Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর রবীন্দ্র পুরস্কারপ্রাপ্তি জীবনের বিশেষ অর্জন। রবীন্দ্রDeltin 7 Aviator গেম ও চর্চায় আরো নিবিড়ভাবে নিবিষ্ট হওয়ার দায় এ পুরস্কার তৈরি করবে। 

সভাপতির বক্তব্যে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, রবীন্দ্রনাথের শিক্ষাভাবনার মূলে ছিল আনন্দের ধারণা, যে শিক্ষা-কাঠামোয় কঠিন শাসনের পরিবর্তে ছিল উদারতার আবহ। রবীন্দ্রনাথ দেশপ্রেমে স্নাত ছিলেন তবে কোনোভাবেই সংকীর্ণ জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না। তাঁর মানবভাবনার মূলে ছিল অসাম্প্রদায়িক বিশ্বনাগরিকের সুদৃঢ় অবস্থান।  

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী শামা রহমান এবং রবীন্দ্রপুরস্কারে ভূষিত ইকবাল আহমেদ। রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি করেন বাচিকশিল্পী রূপা চক্রবর্তী। 


অপরেশ কুমার ব্যানার্জী
পরিচালক 
জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ