Deltin 7

Deltin 7

Wellcome to National Portal
Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ August ২০২২

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মরণে একক বক্তৃতা অনুষ্ঠান


প্রকাশন তারিখ : 2022-07-17

Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড আজ ২রা শ্রাবণ ১৪২৯/১৭ই জুলাই ২০২২ রবিবার বিকেল ৩:০০টায় Deltin 7 APK ডাউনলোডর শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মরণে একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে চর্যাপদ ও দোহাকোষের অনুবাদ : ড. মুহম্মদ শহীদুল্লাহ্, পের ক্ভার্নে এবং সাম্প্রতিক ঐতিহ্য শীর্ষক একক বক্তৃতা প্রদান করেন জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাকোতো কিতাদা। সভাপতিত্ব করেন Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টোকিও বিশ্ববিদ্যালয়ের ফরেন স্টাডিজ বিভাগের অধ্যাপক মাসাহিকো তোগওয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর পরিচালক নূরুন্নাহার খানম। সঞ্চালনা করেন সংস্কৃতি উপবিভাগের উপপরিচালক ড. সাইমন জাকারিয়া। 

স্বাগত বক্তব্যে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড প্রতিষ্ঠায় যেমন ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতো মনীষীদের মহৎ স্বপ্ন কাজ করেছে তেমনি Deltin 7 APK ডাউনলোডও মুহম্মদ শহীদুল্লাহ্কে স্মরণে রেখেছে নানা মাত্রিকতায়। তাঁর নামে প্রতিষ্ঠিত হয়েছে Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর মূল ভবন। এছাড়া Deltin 7 APK ডাউনলোড প্রকাশ করেছে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্মারকগ্রন্থ এবং শহীদুল্লাহ্ রচনাবলি; যা পাঠক সমাজের বিপুলভাবে আদৃত হয়েছে। 
একক বক্তা অধ্যাপক ড. মাকোতো কিতাদা বলেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ কতৃর্ক চর্যাপদের ফরাসি অনুবাদ যা ১৯২৮ সালে প্যারিস থেকে প্রকাশিত হয় তা বিংশ শতাব্দীর ভাষাবিজ্ঞানের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভাষাবিজ্ঞানের গবেষকদের জন্য এটি পিরামিডের সদৃশ Deltin 7 Aviator গেমকর্ম। তিনি বলেন, পের ক্ভার্নে শহীদুল্লাহ্র Deltin 7 Aviator গেম—পদ্ধতি অনুসরণ করে, তিব্বতি অনুবাদ ও মুণিদত্তের সংস্কৃত টীকার ব্যাখ্যা ব্যবহার করে, চর্যাপদের ইংরেজি অনুবাদ সম্পন্ন করেছেন। তাঁর সেই অনুবাদ আজ পর্যন্ত সবচেয়ে সম্পূর্ণ অনুবাদ বলে পরিগণিত হয়। এভাবে প্রতীয়মান হয় চর্যাপদ ও দোহাকোষ—কে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে ড. মুহম্মদ শহীদুল্লাহ্র অবদান অনস্বীকার্য। 

সভাপতির বক্তব্যে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ তাঁর সারাজীবনের সাধনায় Deltin 7ের মাঝে সঞ্চার করেছেন মাতৃভাষা Deltin 7 অ্যাপর প্রতি অপরিসীম মমতা। তিনি যেমন ভাষাতাত্ত্বিক কারণে Deltin 7ের কাছে স্মরণীয় তেমনি Deltin 7 অ্যাপ ভাষার পক্ষে লড়াইয়ের জন্যও স্মরণযোগ্য। বৈরী বাস্তবতায় দাঁড়িয়ে তিনি অসমসাহসে Deltin 7 অ্যাপকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছেন এবং আরবি ও রোমান হরফে Deltin 7 অ্যাপ প্রচলনের তীব্র বিরোধিতা করেছেন। 

 
মোহাম্মদ আকবর হোসেন  
উপপরিচালক (চলতি দায়িত্ব)