সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ অক্টোবর ২০২২
আবদুল করিম সাহিত্যবিশারদের ১৫১তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে একক বক্তৃতানুষ্ঠান
প্রকাশন তারিখ
: 2022-10-11
Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড আজ ২৬শে আশ্বিন ১৪২৯/১১ই অক্টোবর ২০২২ মঙ্গলবার সকাল ১১:০০টায় Deltin 7 APK ডাউনলোডর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে Deltin 7 অ্যাপ সাহিত্যের খ্যাতিমান গবেষক আবদুল করিম সাহিত্যবিশারদের ১৫১তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করে। সূচনা বক্তব্য প্রদান করেন Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে দোভাষী পুথি সম্পর্কে আবদুল করিম সাহিত্যবিশারদের দৃষ্টিভঙ্গির ঐতিহাসিক-সাংস্কৃতিক পটভূমি শীর্ষক বক্তৃতা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের Deltin 7 অ্যাপ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর সচিব এ. এইচ. এম. লোকমান। সঞ্চালনা করেন Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর উপপরিচালক
ড. সাইমন জাকারিয়া।
কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড মহান গবেষক আবদুল করিম সাহিত্যবিশারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে Deltin 7 APK ডাউনলোডর মূল মিলনায়তনের নামকরণ করেছে ‘আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন’। সাহিত্যবিশারদের রচনাবলি, অভিভাষণসমগ্র, জীবনী ও নিবেদিত প্রবন্ধ সংকলন প্রকাশের মাধ্যমে Deltin 7 APK ডাউনলোড Deltin 7 অ্যাপ সাহিত্যে তাঁর অবদানকে স্মরণ করেছে প্রতিষ্ঠালগ্ন থেকেই। তিনি বলেন, Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড আগামী বছর আবদুল করিম সাহিত্যবিশারদের জন্মবার্ষিকী আরও বর্ণাঢ্য পরিসরে পালন করবে এবং সাহিত্যবিশারদকে নিয়ে এ পর্যন্ত পঠিত প্রবন্ধের একটি সংকলন প্রকাশ করবে।
অধ্যাপক ড. মোহাম্মদ আজম বলেন, বাঙালি জাতীয়তাবাদী কেতায় সাহিত্যবিশারদকে পাঠ করা সম্ভব; আর সেক্ষেত্রে দোভাষী পুথি সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি খুব সহজে ব্যাখ্যা করা যায়। কিন্তু সাহিত্যবিশারদের সামগ্রিক আত্মসত্তার চিহ্নায়নে বাঙালি মুসলমান বা মুসলমান পরিচয়ও খুবই গভীর ও কার্যকরভাবে উপস্থিত। সেক্ষেত্রে দোভাষী পুথির প্রতি তাঁর প্রবল বিরাগ বা বিতৃষ্ণার ব্যাখ্যা এতটা সহজ হয় না। তিনি বলেন, কলকাতায় বিকশিত পুরনো পুথি সম্পাদনা ও প্রকাশের বর্ণাঢ্য সংস্কৃতি সাহিত্যবিশারদের দোভাষী পুথি-বিরোধী দৃষ্টিভঙ্গির অন্যতম উৎস। তৎকালীন মুসলমান এলিটের দৃষ্টিভঙ্গির প্রত্যক্ষ চিহ্ন বহন করে তাঁর এ দৃষ্টিভঙ্গি এবং সমকালীন উদারনীতিবাদী ও সম্প্রদায়-সমন্বয়ের চালু কেতাগুলো দোভাষী পুথি সম্পর্কে তাঁর সিদ্ধান্তের ভিত্তি হিসাবে কাজ করেছে।
কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, আবদুল করিম সাহিত্যবিশারদ ছিলেন এক অসাধারণ বঙ্গীয় মনীষা। বাঙালি মুসলমানের মাতৃভাষা বিতর্কের আদিপর্বে Deltin 7 অ্যাপর পক্ষে অবস্থান নিয়ে তিনি Deltin 7ের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। পাশাপাশি বাঙালির আত্মসত্তা বিকাশের পূর্ণ পরিচয় ধারণ করেছে সাহিত্যবিশারদের পুথিসাধনা, লোকসংস্কৃতিচর্চা এবং তাঁর সামগ্রিক জীবনসংগ্রাম।
মোহাম্মদ আকবর হোসেন
উপপরিচালক