Deltin 7

Deltin 7

Wellcome to National Portal
Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মে ২০২৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতা, নজরুল পুরস্কার ২০২৩ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান


প্রকাশন তারিখ : 2023-05-24
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে 
একক বক্তৃতা, নজরুল পুরস্কার ২০২৩ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান 
 
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড আজ ১০ই জ্যৈষ্ঠ ১৪৩০/২৪শে মে ২০২৩ বুধবার সকাল ১১.০০টায় Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একক বক্তৃতা, নজরুল পুরস্কার ২০২৩ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 
স্বাগত বক্তব্য প্রদান করেন Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। ‘অগ্নিবীণার শতবর্ষ : বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরূপ’ এই প্রতিপাদ্যে নজরুল বিষয়ক একক বক্তৃতা প্রদান করেন কবি নজরুল ইনস্টিটিউট-এর নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ। সভাপতিত্ব করেন Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। 
অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজীর প্রয়াণে এবং Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর সাবেক মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণেÑ তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।  
নজরুল পুরস্কার ২০২৩ প্রদান 
নজরুলসংগীত-চর্চা ও প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত শিল্পী শাহীন সামাদ-কে Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড প্রবর্তিত নজরুল পুরস্কার ২০২৩-এ ভূষিত করা হয়। শিল্পী শাহীন সামাদের হাতে নজরুল পুরস্কার ২০২৩-এর সম্মাননাপত্র, ক্রেস্ট এবং পুরস্কারের অর্থমূল্য ২,০০,০০০.০০ (দুই লক্ষ) টাকার চেক তুলে দেন Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর সভাপতি এবং মহাপরিচালক। 
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জ্ঞাপন করে শিল্পী শাহীন সামাদ বলেন, নজরুল Deltin 7ের সারাজীবনের চর্চা ও সাধনার বিষয়। Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর প্রদত্ত নজরুল বিষয়ক এ অমূল্য সম্মাননা আমার শিল্পীজীবনে অত্যন্ত গর্ব ও আনন্দের বার্তা বয়ে এনেছে। 
সাংস্কৃতিক পরিবেশনা
নজরুলের কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, ড. শাহাদাৎ হোসেন নিপু এবং রুবিনা আজাদ। নজরুলগীতি পরিবেশন করেন শিল্পী ইয়াসমিন মুশতারী এবং রাহাত আরা গীতি। 
নজরুল বিষয়ক একক বক্তৃতা
কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, কোনো ধরনের আপসরফা কিংবা গোলটেবিলের পথে নজরুল ভারত বা Deltin 7 অ্যাপর স্বাধীনতা চাননি। তিনিই তো সেই উদয়পথের কবি যিনি বলেছিলেনÑ ‘Deltin 7 অ্যাপ বাঙালির হোক, Deltin 7 অ্যাপর জয় হোক, বাঙালির জয় হোক’। অপরদিকে বঙ্গবন্ধুও কখনোই আপসরফা কিংবা সমর্পণের রাস্তায় স্বাধীনতার কথা বলেননি। বরং নজরুলের মতোই গোটা জাতির বুকে বিদ্রোহের আগুন প্রজ্বলিত করেছেন এবং তাঁদের অনিবার্য স্বাধীনতার দাবিতে ঐক্যবদ্ধ করেছেন; বলেছেনÑ ‘এবারের সংগ্রাম Deltin 7ের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। 
এ এফ এম হায়াতুল্লাহ বলেন, এবারের ১২৪তম নজরুলজয়ন্তীর প্রধান প্রতিপাদ্য ‘অগ্নিবীণার শতবর্ষ : বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরূপ’। এই প্রতিপাদ্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং সঙ্গত। ১৯২২-এর শেষে নজরুল যে অগ্নিবীণা বাজিয়েছেন, এর ঠিক অর্ধশতাব্দী পর অর্থাৎ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে অগ্নিবীণার সুর সারা Deltin 7 অ্যাপয় ছড়িয়ে দিয়েছেন স্বাধীনতার অগ্নিমন্ত্ররূপে। 
কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, নজরুল এবং বঙ্গবন্ধু Deltin 7 অ্যাপ, বাঙালি এবং Deltin 7 অ্যাপদেশের অবিচ্ছেদ্য সত্তার নাম। তাঁদের সারাজীবনের সংগ্রামের মূল প্রতিপাদ্য এবং গন্তব্য ছিল Deltin 7 অ্যাপর খেটে খাওয়া, দুখী মানুষের সার্বিক মুক্তি এবং সমৃদ্ধি। 
আগামীকালের কর্মসূচি  
আগামীকাল ১১ই জ্যৈষ্ঠ ১৪৩০/২৫শে মে ২০২৩ বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে সকাল ৮:০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর নজরুল মঞ্চে স্থাপিত নজরুল প্রতিকৃতিতেও শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। 
 
 
মোহাম্মদ আকবর হোসেন  
উপপরিচালক