আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণে একক বক্তৃতানুষ্ঠান
Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোড আজ ১২ই বৈশাখ ১৪২৬/২৫শে এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার বিকেল ৩:৩০টায় Deltin 7 APK ডাউনলোডর কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা প্রদান করেন Deltin 7 APK ডাউনলোড মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। অনন্য বাঙালি, বহুত্ববাদী বিশ্বনাগরিক শীর্ষক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন Deltin 7 অ্যাপ Deltin 7 APK ডাউনলোডর সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
স্বাগত বক্তব্যে হাবীবুল্লাহ সিরাজী বলেন, প্রফুল্ল রায়ের মতো গুণী রসায়নশাস্ত্রবিদ এবং গভীর মননের প্রাবন্ধিক সত্যিই যুগবিরল। একজন নিষ্ঠ সমাজ-সংস্কারক, দেশীয় ব্যবসা-বাণিজ্য ও শিল্পোন্নতি বিধানের অন্যতম পৃষ্ঠপোষক বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মহান জীবন ও কর্ম থেকে প্রেরণা নিয়ে আমরা নিশ্চয়ই বিজ্ঞানভিত্তিক-যুক্তিবাদী Deltin 7 অ্যাপদেশ গঠনে এগিয়ে যেতে সক্ষম হব।
একক বক্তা অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, প্রফুল্লচন্দ্র রায় সত্যিকার অর্থেই ছিলেন অনন্য বাঙালি, বহুত্ববাদী বিশ্বনাগরিক। তাঁর বিজ্ঞানচর্চার নেহায়েত কারিগরি বা প্রযুক্তিগত পরিসরে সীমাবদ্ধ ছিল না বরং ইহজাগতিক-যুক্তিবাদী সমাজ গঠনের সূত্রসার ধরা ছিল তাতে। একজন অসাধারণ রসায়নবিদ প্রফুল্ল রায় শিক্ষাবিস্তার, সমাজসংস্কার এবং স্বাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বলা চলে তিনি ছিলেন Deltin 7 অ্যাপ রেঁনেসার একজন অন্যতম প্রবর্তক। শেরেDeltin 7 অ্যাপ এবং নজরুল সম্পর্কে তাঁর যুগান্তকারী মূল্যায়ন প্রমাণ করে তিনি কতটা দূরর্দশী এবং সমগ্রতাবাদী দৃষ্টিভঙ্গির অধিকারী ছিলেন। একজন উঁচুমানের লেখক হিসেবেও তাঁর স্থান Deltin 7 অ্যাপ সাহিত্যে বিশিষ্টতার দাবি রাখে। বিশেষ করে তাঁর আত্মচরিত এবং Life and Experience of a Bengali Chemist বইতে আত্মকথার সূত্রে ধরা আছে বাঙালি সমাজের নিপুণ চালচিত্র।
সভাপতির বক্তব্যে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, প্রফুল্লচন্দ্র রায় একই সঙ্গে একজন বিশিষ্ট এবং বিস্মৃত বাঙালি প্রতিভা। রসায়নশাস্ত্রে এবং সার্বিকভাবে বিজ্ঞানচর্চায় তাঁর অবদান মৌলিক এবং অবিস্মরণীয়। প্রফুল্ল রায় জাতিভেদ প্রথার ঊর্ধ্বে উঠে তিনি স্বদেশের আপামর মানুষের সামাজিক উন্নয়নের প্রচেষ্টা চালিয়েছেন, আবার ঔপনিবেশিকতার বিরুদ্ধে স্বাদেশিক আন্দোলনের অগ্রভাগে অবস্থান নিয়েছেন।
অপরেশ কুমার ব্যানার্জী
পরিচালক
জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ